Skip to main content

Posts

Showing posts from August, 2023

ভাবনার দেয়ালে ২৬ পেরিয়ে

ভাবনার দেয়ালে ২৬ পেরিয়ে ভাবনার দেয়ালে ২৬ পেরিয়ে এখন ২৭।  দারিদ্রের ত্রিসীমানা পেরিয়ে যেতে পারিনি এখনও,  তবে অন্যের খোটা’র সীমানা পেরিয়েছি অনেক আগেই।  যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকেই স্কুল জীবনের ইতি টেনে  বাস্তব কর্মক্ষেত্রে এসেছি।  সেখানেও নিজের খ্যাত ক্ষুন্ন হয়েছে অনেক।  এরপরও সবকিছু মেনে নিয়েই জীবনের পথচলা।  অনেক কষ্টে টাইপরাইটার কেনা।  এখন আমি কখনও কোর্টের সামনে  আবার কখনও কলেজ গেট এ টাইপরাইটার চালাই।  সারাজীবন শুধু নিজেই নিজের উপরকার এর কথা ভাবা হয়েছে-  অন্যের নয়।  জীবনেরে বেশিরভাগ সময়ই  বন্ধু-বান্ধব, ছোট ভাই, বড় ভাইদের নিকট থেকে সহায়তা নিয়েছি অনেক। কিন্তু কখনও কাউকে সহায়তা করার ভাগ্য হয়নি আমার।  তবে প্রায় সময়ই তাদেরকে দেওয়া কথা রাখতে না পেরেও  ব্যর্থতার খাতায় প্রথম হয়েছি বহুবার।  দীর্ঘ সময়ের পরিশ্রম, সততা আর মানুষের ভালোবাসায়  এখন আমি আর কোর্টের বারান্দায় বা কলেজ গেট এ  টাইপরাইটার চালাই না।  মাথার উপরে ছাদ আলা টাইপরাইটার অফিস হয়েছে এখন আমার।  কিছুটা কষ্ট হলেও কোন রকমে আছি,  দিন মোটামুটি কেটে যাচ্ছে,  হয়তো যাবেও।  চলছে এভাবেই,,,,,,,আর,,,,,,কি।  মাথার উপরে ছাড় আসার পর থেকেই  বন্ধু

ওয়েবসাইট এর লোডিং স্পিড (Loading Speed) বৃদ্ধির উপায়

একটি ওয়েবসাইট এর লোডিং স্পিড খুবই গুরুত্বপূর্ণ। কোন ওয়েবসাইট এর লোডিং স্পিড স্লো হলে সেই সাইট বিভিন্ন সমস্যার সম্মুখিন হয়। বিশেষ করে ট্রাফিক বাভিজিটর হারায়। বিভিন্ন করণে একটি ওয়েবসাইট এর লোডিং স্পিড স্লো হয়ে থাকে। একটি ওয়েবসাইট এর স্পিড কেন স্লো হয় এবং সেটাকে কিভাবে বৃদ্ধি করা যায় অথাৎ স্ট্যান্ডার্ড মান এ নিয়ে আসা যায় চলুন এবার জেনে নেই।  কোন ওয়েব সাইটএর স্ট্যান্ডার্ড লোডিং স্পিড বা লোডিং টাইম সাধারণত ৩ সেকেন্ড ধরা হয়। সারাবিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল এর মতে কোন ওয়েবসাইট ৩ সেকেন্ড এ পুরোপুরি লোডিং না নেয় বা হয় তাহলে সেই ওয়েবসাইট তার কাঙ্খিত ভিজিটর হারাবে। অথাৎ ওয়েবসাইট এর লোডিং স্পিড স্লো হলে প্রতি ৬ জনে ২ জন ভিজিটর হারাবে। ওয়েবসাইট এর লোডিং স্পিড স্লো হলে ভিজিটর সাধারণ ওই সাইট ভিজি করা থেকে বিরত থাকেন। এছাড়াও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথাৎ SEO এর ক্ষেত্রেও লোডিং স্পিড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সার্চ রেজাল্টে প্রথম সারিতে থাকতে ওয়েবসাইট এর লোডিং স্পিড ফাস্টা বা বৃদ্ধির কোন বিকল্প নেই।  ওয়েবসাইট এর লোডিং স্পিড টেস্ট করার কয়েকটি টুলস Gtmetrix Pingdom Page Speed Insigh

মধ্যস্তরের মানুষের মত প্রকাশের ঠিকানা

মধ্যস্তরের মানুষের মত প্রকাশের ঠিকানা- সোস্যাল মিডিয়া মধ্যস্তরের মানুষের মত প্রকাশের একটাই ঠিকানা-  সোস্যাল মিডিয়া। অথাৎ ফেইজবুক। সময়টা ভালো যাচ্ছে না সেটা বেশ বুঝতে পারছি! কিন্তু কেন? খুদ কি তাহলে আমাতেই রয়ে গেছে! না! এমনতো হবার কথা না।  প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বেশি গ্রহণ করতে পারিনি; ৮০’র দশকের মেধাবি ছাত্রের মতোও ছিলাম না কখনও; একশ দশকের পরের দশকে স্কুল পেরিয়েছিলাম একবার তারপর থেকেই কর্মজীবনে। জীবনের তাগিদে কত কিছুই না করলাম! কিন্তু কখনও কারো সাথে বেইমানি করতে পারলাম না।  বোধহয় সেজন্যই আমি এখনও বড় হতে পারলাম না। কখনও নিজের ভুলের কারণে মানুষের গালের তোষাণলে আবার কখনও ভুল না করেও তোষাণলে।  এ কেমন বিচার! পত্রিকার কলাম, দেওয়ালের গায়ে লাগানো পোস্টার আর লোকমুখের নীতিবাক্যে শোনা “আইন অন্ধ হয়” খুব কৌতুহল বশতঃই জানার ইচ্ছা হলো- আইন কেন অন্ধ হয়? উত্তর খুঁজতে িপ্রাতিষ্ঠানিক ভাবে আইন বিষয়ে অধ্যয়ন শুরু করা। ২ বছর পেড়িয়ে গেল।  কিছুই জানতে পারলাম না।  ছেরে দিলাম না ঠিকই; পাশে রেখে, পাশ কাটিয়ে আবারও আমি কর্ম ব্যবস্ততায়। কর্মের শহরে সবাইনীতিবাক্য শোনায়, কিন্তু পেছনে কেউ দেখতে পায় না। হ্যাঁ, এবার আম

অসমাপ্ত জীবন সমীকরণ

অসমাপ্ত জীবন সমীকরণ- ছোট গল্প সময়টা ভার্সিটি জীবনের শেষের দিকে। ইতো মধ্যেই বেশির ভাগ বন্ধু-বান্ধবী’ই ভার্সিটি জীবন শেষ করে সরকারি চাকুরিতে যোগদান করেছে আবার কেউবা বিদেশ পাড়ি দিয়েছে। কারো কারো এখনও ভার্সিটি জীবন শেষ না হওয়ার পেছনে অন্য আরেকটা গল্প আছে এদের কেউ কেউ নিয়মিত ভাবে পড়াশোনা করতে পারেনি- ব্যক্তিগত, পারিবারিক, অর্থনৈতিক তথা বিভিন্ন সমস্যার কারণে। একেক জনের গল্প একেক রকম। অনেক বন্ধু-বান্ধবী’ই কারো প্রেমে সিক্ত হয়ে আবার কেউবা ঘটা করে বিয়ে করে দিব্যি সেটেল হয়ে গেছে। কেউ কেউ এখনো আবার ভার্সিটি জীবনেই রয়ে গেছে। এখনও ভার্সিটি জীবন শেষ না হওয়দের জীবনটা এমন সময় হুট করে বদলাতে থাকে আমরা কখনই বুঝতে পারি না কত্ত বড় হয়ে গেছি। ঠিক এমন সময় কারো কারো পরিবারের একমাত্র আয় করা পিতা নামক মানুষটির অবসরের সময় চলে আসে অথবা পেশাগত দিক থেকে অবসর গ্রহণ করতে বাধ্য হয়। অথাৎ পরিবারের আয় এমন সময় অর্ধেকে নেমে আসে এবং প্রতিনিয়ত খরচা বেড়েই চলে। নিজের মধ্যে আপনাতেই ভাবনা কাজ করতে থাকে। বাবার পকেট থেকে চুরি করে টাকা নেওয়া তো দূরের কথা পরিবারের সার্বিক অর্থনীতির কথা ভাবলেই খারাপ লাগে। এর মধ্যে আবার ভার্সিটির শেষ

জন্ম নিবন্ধন অনলাইন আবেদন (নতুন নিয়ম)

জন্ম নিবন্ধন প্রত্যেকটি নাগরিকের জন্যই বাধ্যতামূলক। পূর্বে এই জন্ম নিবন্ধন অফলাইন ছিল। কিন্তু বর্তমানে এই জন্ম নিবন্ধন ডিজিটাল করা হয়েছে। অথাৎ অনলাইন আবেদন ব্যতিত কেউ জন্ম নিবন্ধন করতে পারবে না। পূর্বেও যাহারা অফ লাইন এ জন্ম নিবন্ধন করেছেন তাদেরকেও পুনরায় আবেদন জন্ম সনদ ডিজিটাল অথাৎ অনলাইন করতে হবে।  জন্ম নিবন্ধন আবেদন জন্ম নিবন্ধন আবেদন করতে প্রথমেই আপনাকে প্রবেশ করতে হবে জন্ম নিবন্ধন এর অফিসিয়াল অনলাইন সার্ভার https://bdris.gov.bd/   এ। এরপর আপনাকে উপরের জন্ম নিবন্ধন ট্যাব হতে জন্ম নিবন্ধন এর জন্য আবেদন এই ট্যাব এ প্রবেশ করতে হবে। জন্ম নিবন্ধন এর জন্য আবেদন ট্যাব এ প্রবেশ করার পর আপনার সামনে তিনটি ক্যাটাগরি দেখানো হবে। ক্যাটাগরি তিনটি হলো- জন্মস্থান; স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা। এই ধাপে আপনাকে যেকোন একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। অথাৎ আপনি যেই ঠিকানায় আবেদন করতে চান সেই ঠিকানাটি সিলেক্ট করে পরবর্তী ধাপে প্রবেশ করতে হবে। উক্ত ধাপে প্রবেশ করা হলে আপনার সামনে একটি ফাকা ফরম প্রদর্শন করা হবে। এবার আপনি আপনার নিজের নাম বাংলা এবং ইংরেজীতে, জন্ম তারিখ, লিঙ্গ, পিতামাতার সন্তানের ক্

Toshiba Photocopy Machine কয়েকটি সমস্যা ও সমাধান

ফটোকপি মেশিন বলতে উৎপাদিত নকল ও প্রতিলিপি কে ফটোকপি বলা হয়ে থাকে। অথাৎ আপনার কোন কাগজপত্রাদির নকল কপি বা প্রতিলিপি করাকে সাধারণত ফটোকপি বলা হয়। এই ফটোকপি মেশিনগুলোতে আলোক চিত্রানুলিপি প্রযুক্তি ব্যবহার করা হয়। এই মেশিন প্রস্তুতকারী বিভিন্ন কোম্পানী বিদ্যমান রয়েছে। তবে বাজারে যে মেশিনগুলো আসে তার মধ্যে TOSHIBA কোম্পানীর মেশিনগুলো সবচেয়ে বেশি পারফরম করে। ভালো পারফরম করার পরও এই মেশিনগুলোর অনেক সমস্যা পরিলক্ষিত হয়। কিন্তু আমরা হয়তো অনেকেই জানিনা যে, এই মেশিনগুলো কিভাবে ব্যবহার করলে আলো ভালো ফলাফল পাওয়া যেতে পাারে। আজকে এই কনটেন্ট এ আমরা সেই বিষয়টিই আলোচনা করব। সবকিছু বিস্তারিত ভাবে জানার জন্য পুরো কনটেন্টটা পড়ুন। ফটোকপি মেশিনের ৫টি সমস্যা ও সমাধান ছাপা ভালো না হওয়া চার্জার নষ্ট হয়ে যাওয়া একসাথে অধিক পেপায় টানা ড্রাম নষ্ট হয়ে যাওয়া পেপার আটকানো ছাপা ভালো না হওয়া TOSHIBA 2060, TOSHIBA 2860, 45 এই মডেলের মেশিনগুলোর বেশির ভাগ সমস্যা হয় মাঝে মাঝে ছাপা ভালো হয় না এরকম। এর পিছনে অনেক কারণ রয়েছে। বিভিন্ন কারণে ছাপা ভালো নাও হতে পারে। প্রথমত এই মেশিনগুলো ব্যবহারে ভালো ছাপা পেতে হলে মেশিন প্রতিদিনই

অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার উপায় (নতুন নিয়ম)

ভোটার আইডি কার্ড এর তথ্য এখন অনলাইনে খুব সহজেই চেক করতে পারবেন। মোবাইল ফোন এর মাধ্যমেও চেক করা যাবে আবার কম্পিউটার ব্রাউজার ব্যবহার করেও ছবি সহ ভোটার আইডি কার্ড চেক করা যাবে। অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করতে কয়েক পদ্ধতি অবলম্বন করা যাবে। পুরাতন বা নতুন সকল ধরনের ভোটার আইডি কার্ডই চেক করা যাবে এই পদ্ধতিগুলোতে।  বর্তমানে যারা নতুন ভোটার হচ্ছেন তাদের এখন আর নির্বাচনী অফিস থেকে সাধারণত ভোটার আইডি কার্ড প্রদান করা হচ্ছে না। তাদেরকে মূলক স্মার্টকার্ড দেওয়ার জন্যই লেমিনেটিং করা কার্ডটি আর প্রদান করা হচ্ছে না। তবে তাদের বর্তমান কার্যাবলী সম্পাদনের জন্য অনলাইন কার্ড দেওয়া হচ্ছে। অথাৎ অলনাইন খুলে দেওয়া হয়েছে যাতে নতুন ভোটারগণ তাদের ভোটার আইডিকার্ড অনলাইন থেকে তুলে নিতে পারেন। উল্লেখ্য পুরাতন ভোটারগণ এই কার্ড ডাউনলোড এর সুযোগ পাচ্ছেন না। তাদের এই সুযোগটি নিতে হলে কোন একটি ক্যাটাগরিতে গিয়ে আবেদন ফি প্রদান সাপেক্ষে অনলাইন আবেদন করে এই সার্ভার খুলে নিতে পারেন।  ভোটার আইডি কার্ড চেক করবেন কিভাবে? অনলাইনে ভোটার আইডি চেক করা খুবই সহজ।আজকে তিনটি পদ্ধতি শেয়ার করবো আপনাদের সাথে।  প্রথমত, অনলাইনে ভোটার আ

ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা ডাউনলোড pdf

বিভিন্ন প্রয়োজনে বিশেষ করে নির্বাচনকালীন ভোটার সংগ্রহে বা ভোট প্রার্থনার সময় এই ভোটার তালিকার প্রয়োজন হয়। আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমরা জানবো কিভাবে আপনার ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা ডাউনলোড করতে পারি। অনেকেই মনে করেন অনলাইনে মনে হয় ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা পাওয়া যায়। ব্যাপারটা এরকম নয়। ওয়ার্ড ভিত্তিক ই হোক বা ইউনিয়ন ভিত্তিক ই হোক ভোটার তালিকা মূলত অনলাইনে পাওয়া যায় না। কোথায় ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা পাওয়া যাবে বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।  প্রতিটি ইউনিয়ন ভেদে যেমন ভোটার তালিকা ভিন্ন হয়ে থাকে তেমনি ওয়ার্ড ভেদেও ভোটার তালিকা বিভিন্ন হয়ে থাকে। অথাৎ একেক ওয়ার্ড এর জনসংখ্যা একেক রকম। তাই ভোটার তালিকাও ভিন্ন হয়ে থাকে। তবে নির্বাচন কমিশন থেকে একই মডেলে এই ভোটার তালিকা প্রকাশ করা হয়ে থাকে।  ভোটার তালিকা দেখা কেন গুরুত্বপূর্ণ ভোটার তালিকা দেখা সবার জন্যই প্রায় গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে ধরুন: আপনি যখন ভোটার হয়েছিলেন তখন গাজীপুরে ছিলেন। এখন গাজীপুরে থাকার সময় আপনি নিশ্চয় বর্তমান এবং স্থায়ী ঠিকানা আলাদা করেছেন। তখন ঠিক আপনার ভোটার এরিয়া কোথায় দেওয়া হয়েছে সেটা যদি আপনি

বাংলালিংক নাম্বার চেক করার কোড ও উপায় (দুটি পদ্ধতিতে)

বাংলালিংক হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্থানে থাকা একটি বৃহৎ মোবাইল সিম অপারেটর কোম্পানী। বর্তমান প্রযুক্তির যুগে প্রায় ৭০% মানুষই মোবাইল ফোন ব্যবহার করেন। এর মধ্যে বেশিরভাগ জনই একাধিক সিম কোম্পানীর সিম কার্ড ব্যবহার করেন। অনেকেই আছেন অন্যান্য দেশীয় সিম অথবা অন্য যে কোন কোম্পানীর সিম ব্যবহার করেন, পাশাপাশি একটি বাংলালিংক সিম কার্ডও ব্যবহার করেন। অনেক সময় এই সিমকার্ড বন্ধ থাকার কারণে উক্ত সিম কার্ড এর নাম্বার আমরা ভুলে যাই। তখন আমড়া বিড়ম্বনায় পড়ে যাই এবং অনেক অসুবিধার সম্মুখিন হই। আজকের এই পোস্ট এর মাধ্যমে আমরা জানবো পুরানো বা বন্ধ সিম অথবা ভুলে যাওয়া বাংলালিংক সিম কার্ড এর নম্বর আমরা কিভাবে দেখতে পারি।  বাংলালিংক নাম্বার চেক আপনারা  যারা বাংলালিংক নাম্বার ব্যবহার করেন তারা দুটি পদ্ধতিতে বাংলালিংক নাম্বার চেক করতে পারবেন। তার একটি হচ্ছে ডায়েল কোড এবং অন্যটি হচ্ছে কল দিয়ে। ডায়েল কোড এবং কল দিলে দুটি উপায়েই বাংলালিংক নাম্বার চেক করা যাবে। কিভাবে আপনি ডায়েল কোড ও কল দিয়ে নাম্বার চেক করতে পারবেন তা নিচে আলোচনা করা হলো। বাংলালিংক নাম্বার চেক করার কোড বাংলালিংক নাম্বার চেক করার যতগুলো পদ্ধতি

ইউনিয়ন ভিত্তিক ভোটার তালিকা- (ভোটার তালিকা ডাউনলোড)

ভোটার তালিকা কি এটা হয়তো আমরা অনেকেই জানি। আবার অনেকেই জানিও না। যাহারা জানি যে ভোটার তালিকা কি তাহারা বিভিন্ন সময়ে খোজ করনে যে ভোটার তালিকা কোথায় পাওয়া যায়। অথবা ইউনিয়ন  ভিত্তিক ভোটার তালিকা কোথায় পাব। ইউনিয়ন ভিত্তিক ভোটার তালিকা দেখার উপায় কি ? অথবা কিভাবে ইউনিয়ন ভিত্তিক ভোটার তালিকা ডাউনলোড করতে পারি। এরকম বহু প্রশ্ন অনেকের মাথাই  ঘুরপাক খায়। ইউনিয়ন ভিত্তিক ভোটার তালিকা দেখার উপায় কি আজকের এই পোস্টে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করবো। আলোচ্য নির্দেশনা মোতাবেক যে কেউ ইউনিয়ন ভিত্তিক ভোটার তালিকা সংগ্রহ করতে পারেবন।  যাহারা ইউনিয়ন ভিত্তিক ভোটার তালিকা খুজে থাকেন তাদের বলবো ভোটার তালিকা মূলত ইউনিয়ন ভিত্তিক ই প্রকাশ করা হয়ে থাকে। ইউনিয়ন ভিত্তিক ছবি সহ ভোটার তালিকা পাওয়া যায়। তবে যাহারা অনলাইনে ইউনিয়ন ভিত্তিক ছবি সহ ভোটার তালিকা সার্চ করে থাকেন তাদের বলবো ছবি সহ ইউনিয়ন ভিত্তিক ভোটার তালিকা আদৌ পাওয়া সম্ভব নয়। কারণ ভোটার তালিকা সাধারণত বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি সম্পত্তি। শুধুমাত্র নির্বাচন কালিন সময়ে এই ছবি সহ ভোটার তালিকা প্রকাশ করা হয়ে থাকে।  ইউনিয়ন ভিত্তিক ভোটার তালিকা ইউ