মধ্যস্তরের মানুষের মত প্রকাশের ঠিকানা

মধ্যস্তরের মানুষের মত প্রকাশের ঠিকানা- সোস্যাল মিডিয়া

মধ্যস্তরের মানুষের মত প্রকাশের একটাই ঠিকানা- 
সোস্যাল মিডিয়া। অথাৎ ফেইজবুক।
সময়টা ভালো যাচ্ছে না সেটা বেশ বুঝতে পারছি!
কিন্তু কেন?
খুদ কি তাহলে আমাতেই রয়ে গেছে!
না!
এমনতো হবার কথা না। 
প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বেশি গ্রহণ করতে পারিনি;
৮০’র দশকের মেধাবি ছাত্রের মতোও ছিলাম না কখনও;
একশ দশকের পরের দশকে স্কুল পেরিয়েছিলাম একবার
তারপর থেকেই কর্মজীবনে।
জীবনের তাগিদে কত কিছুই না করলাম!
কিন্তু কখনও কারো সাথে বেইমানি করতে পারলাম না। 
বোধহয় সেজন্যই আমি এখনও বড় হতে পারলাম না।
কখনও নিজের ভুলের কারণে মানুষের গালের তোষাণলে
আবার কখনও ভুল না করেও তোষাণলে। 
এ কেমন বিচার!
পত্রিকার কলাম, দেওয়ালের গায়ে লাগানো পোস্টার
আর লোকমুখের নীতিবাক্যে শোনা “আইন অন্ধ হয়”
খুব কৌতুহল বশতঃই জানার ইচ্ছা হলো-
আইন কেন অন্ধ হয়?
উত্তর খুঁজতে িপ্রাতিষ্ঠানিক ভাবে আইন বিষয়ে অধ্যয়ন শুরু করা।
২ বছর পেড়িয়ে গেল। 
কিছুই জানতে পারলাম না। 
ছেরে দিলাম না ঠিকই; পাশে রেখে, পাশ কাটিয়ে
আবারও আমি কর্ম ব্যবস্ততায়।
কর্মের শহরে সবাইনীতিবাক্য শোনায়,
কিন্তু পেছনে কেউ দেখতে পায় না।
হ্যাঁ, এবার আমি বুঝলাম আইন কেন অন্ধ হয়। 
অর্থের বিনিময়েই সেবা দিয়ে থাকি ঠিকই
কিন্তু এত অর্থও কেউ দেয়নি যাতে আমি খুব আকৃষ্ট হতে পারি।
বরং বরাবরই আমিই বেশি দিয়ে যাই।
দক্ষতার জন্যই অনেকেই আসেন নিকটে
না করি
তারপরও শোনেন না।
অবশেষে সেই একই নীতিবাক্য
ভুলের তোষাণল ইত্যাদি ইত্যাদি।
কেন সবাই নিজেকে দিয়েই যাচাই/বিচার করেন
অন্যের অবস্থান থেকে নয়!
ক্ষমতা প্রাপ্তি, ক্ষমতা অপসারণ
এ বহুকাল পূর্বের চলমান প্রবাহ।
চরম ক্ষমতার অধিকারী তিনিই
যিনি সর্বাধিক আলোচিত হন এবং হচ্ছেন
তাকে অপসারণের কোন সুযোগ নেই।
ক্যারেকটার ভিন্ন জিনিস
এটা সবার এক নয়।
এমনকি শুধুমাত্র ক্যারেকটার দিয়ে
কারো মাপকাঠি করাও ঠিক নয়। 
আপনি ভাববেন আমিই জ্ঞানী, তাহলে আমি কেন নয়!
যার যার অবস্থান থেকে সবাই জ্ঞানী।
ক্ষুদ্র তো ক্ষুদ্রই!!
যদি তাই হতো তাহলে সময়ের পরিক্রমায়
কেন কেউ পিছিয়ে যায়, আবার কেউ এগিয়ে।
অসাধ্য সাধন ওর দ্বারাই সম্ভব,,,,,,, ও পারবে,,,,,,
আমিও পারবো,,,,,
আমিও াাসবো একদিন,,,,,
সেদিন আমিও নীতিবাক্য শোনাবে এভাবে.......
আইন আসলে অন্ধ হয় সত্যের কাছে।
-তাপস ‍কুমার।
Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad