তাপস কুমার সফল ব্যবসায়ী এবং উদ্দ্যোক্তা হিসেবে পূর্ণিমা কম্পিউটার্স পরিচালনার করার পাশাপাশি তিনি ব্যক্তিগত ভাবে গবেষণা করতে ভালোবাসেন। তিনি ওয়েব ডিজাইন এবং ডেভেলপিং এবং ইন্টারনেট সিকিউরিটি নিয়েও কাজ করে থাকেন। এছাড়াও তিনি একটা সময় সংবাদকর্মী হিসেবেও কাজ করেছেন বহুল প্রচারিত স্থানীয় সাপ্তাহিক, দৈনিক এবং অলাইন নিউজ পোর্টাল পত্রিকায়ও।
বর্তমানে তিনি অনলাইন স্প্যামিং কমানো এবং অনলাইনে ভুয়া তথ্য সরানোর জন্য গবেষণার পাশাপাশি আইন বিষয়ে অধ্যায়ণ করছেন এবং পূর্ণিমা কম্পিউটার অত্যান্ত নিপুনতার সহিত পরিচালনা করছেন। তার ফেইসবুক প্রোলাইল লিংক https://www.facebook.com/tapashkumar.bd এছাড়ও তিনি তার ব্যক্তিগত ওয়েবসাইট https://tapashkumar.com/ এ নিয়মিত ব্লগার লেখক হিসেবে লিখে থাকেন। তিনি মূলত টেকনোলজি বিষয়ে জ্ঞান অর্জন বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। এছাড়াও অনলাইন পোর্টালে কিভাবে কাজ করতে হয়, এ বিষয়ে বিভিন্ন সহায়ক টিউটোরিয়াল ব্লগ লেখেন। সচরাচর তিনি মানুষের কল্যাণে এবং সুবিধাসৃষ্টির লক্ষ্যে কাজ করে থাবেন।