বগুড়া থেকে ঢাকা কত কিলোমিটার | Bogura to dhaka Distance

বগুড়া থেকে ঢাকা কত কিলোমিটার- বা ঢাকা থেকে বগুড়া কত কিলোমিটার অনেকই অনলাইনে জানার জন্য খুজে থাকেন। অনেকের সুবিধার কথা চিন্তা করেই আজকে আমি এই পোস্ট এর মাধ্যমে জানাবো বগুড়া থেকে ঢাকা কত কিলোমিটার বা ঢাকা থেকে বগুড়া কত কিলোমিটার। এছাড়াও বগুড়া থেকে পাশ্ববর্তী জেলা সমূহের দূরত্ব জানানোর চেষ্টা করবো। বগুড়া থেকে ঢাকা কি যোগে যেতে পারবেন এই সকল বিষয় আলোচনা করা হবে। বিস্তারিত জানতে অবশ্যই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।

বগুড়া থেকে ঢাকা কত কিলোমিটার

বগুড়া থেকে ঢাকা কত কিলোমিটার

বগুড়া থেকে ঢাকা ১৮৫.৫ কিলোমিটার। বগুড়া থেকে ঢাকা সিরাজগঞ্জ রোড মহাসড়ক ধরে যেতে হয়। অথাৎ বগুড়া হতে সিরাজগঞ্জ রোড হয়ে টাঙ্গাইল হয়ে ঢাকা। বাসে যেতে প্রায় ৫ ঘন্টা ১৮ি মিনিট সময় লাগে।

বগুড়া থেকে ঢাকার দূরত্ব

বগুড়া থেকে ঢাকার দূরত্ব প্রায় ১৮৬ কিলোমিটার। ট্রেন যোগে যেতে বাসের থেকেও বেশি সময় লাগে। অথাৎ ট্রেন লাইন বগুড়া থেকে রাজশাহী হয়ে ঘুরে আসে জন্য বগুড়া থেকে ঢাকায় বাস যোগে যাওয়াই ভালো।

ঢাকা থেকে বগুড়া কত কিলোমিটার

ঢাকা থেকে বগুড়া ১৮৫.৫ কিলোমিটার। বাস এবং ট্রেন উভয় পথেই যাওয়া যায়। যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। ঢাকা হতে বগুড়া যেতে টাঙ্গাইল মহাসড়ক হয়ে সিরাজগঞ্জ রোড হয়ে সোজা বগুড়া।

ঢাকা থেকে বগুড়া দূরত্ব

ঢাকা থেকে বগুড়ার দূরত্ব ১৮৬ কিলোমিটার।

ঢাকা থেকে সিরাজগঞ্জ কত কিলোমিটার

ঢাকা থেকে সিরাজগঞ্জ ১৩১.৩ কিলোমিটার। ঢাকা হতে ভায়া টাঙ্গাইল রোড হয়ে সিরাজগঞ্জ এর দূরত্ব প্রায় ১৩১.৩ কিলোমিটার। বাস এবং ট্রেন উভয় মাধ্যমেই ঢাকা থেকে সিরাজগঞ্জ যাতায়াত করা যায়। বাস যোগে সিরাজগঞ্জ হতে ঢাকায় যাওয়ার মধ্যে মাঝখানে যমুনা সেতু বিদ্যমান। যার অপর নাম বঙ্গবন্ধু সেতু।

ঢাকা থেকে সিরাজগঞ্জ এর দূরত্ব

ঢাকা থেকে সিরাজগঞ্জ শহর এর দূরত্ব ১৩১.৩ কিলোমিটার

ঢাকা থেকে রংপুর কত কিলোমিটার

ঢাকা  থেকে রংপুর এর দূরত্ব ৩০১.৪ কিলোমিটার প্রায়। ঢাকা হতে বগুড়া ভায়া হয়ে রংপুর মহাসড়ক বিদ্যমান। এখানে ঢাকা থেকে বাস যোগে যাতায়াত করা যায় আবার ট্রেইন যোগেও যাতায়াত করা যায়। অনেকেই বাসে যাতায়াত করেন আবার অনেকেই ট্রেইন এ যাতায়াত করেন। েঢাকা হতে রংপুর এ যেতে প্রায় ৭ ঘন্টা ৫৯ মিনিট এর মতো সময় লাগে বাস যোগে। 

ঢাকা থেকে দিনাজপুর কত কিলোমিটার

ঢাকা থেকে দিনাজপুর এর ‍দূরত্ব ৩৩৫ কিলোমিটার। যেতে প্রায় সময় লাগে ৮ ঘন্টা ২ মিনিট এর মতো। বাস এবং ট্রেন উভয় মাধ্যমেই ঢাকা থেকে দিনাজপুর যাতায়াত করা যায়।

ঢাকা থেকে দিনাজপুরের দূরত্ব

ঢাকা থেকে দিনাজপুর এর দূরত্ব প্রায় ৩৩৪ কিলোমিটার বা ৩৩৫ কিলোমিটার। ঢাকা থেকে দিনাজপুর এর দূরত্ব অধিক  হওয়ায় যেই যোগাযোগ ব্যবস্থা ভালো সেটিতে যাওয়া উত্তম। 

ঢাকা থেকে দিনাজপুর বাস ভাড়া

ঢাকা থেকে দিনাজপুর এর দূরত্ব ৩৩৫ কিলোমিটার হওয়ায় এর বাস ভাড়াও অনেকটাই গুনতে হয়। ঢাকা থেকে দিনাজপুর এর বাস ভাড়া প্রায় ১২০০ থেকে ১৫০০ টাকা। 
 

ঢাকা থেকে পঞ্চগড় কত কিলোমিটার

 ঢাকা থেকে পঞ্চগড় এর দূরত্ব ৪১৮ কিলোমিটার। এখানে বাস যোগে যাতায়াত করা ভালো। বাস যোগে পঞ্চগড় যেতে সময় লাগে প্রায় ৯ ঘন্টা ৫৮ মিনিটি এর মতো। 

ঢাকা থেকে পঞ্চগড় বাস ভাড়া 

ঢাকা থেকে পঞ্চগড় এর দূরত্ব ৪১৮ কিলোমিটার হওয়ার এর বাস ভাড়া প্রায় ১২০০ থেকে ১৫০০ টাকার মতো। তবে ট্রেনে গেলে এর ভাড়া অনেকটাই কম লাগে। 

দিনাজপুর থেকে ঢাকা কত কিলোমিটার

দিনাজপুর থেকে ঢাকা ৩৩১ কিলোমিটার। বাসে যেতে সময় লাগে ৮ ঘন্টা ২৮ মিনিট এর মতো। 
  

ঢাকা থেকে রাজশাহী কত কিলোমিটার

ঢাকা থেকে রাজশাহী শহর এর দূরত্ব ২৪৭ কিলোমিটার। বাসে যেতে সময় লাগে ৫ ঘন্টা ৩৬ মিনিটি এর মতো। 

ঢাকা থেকে রাজশাহী বাস ভাড়া

বাস ভেদে এর ভাড়ার বিভিন্ন তারতম্য হয়ে থাকে। তবে সাধারণত ভালো মাসের কোস এ ঢাকা থেকে রাজশাহী যেতে বাস ভাড়া লাগে ৬০০ টাকা থেকে ৮০০ টাকার মতো। 

ঢাকা থেকে রাজশাহী যেতে কত সময় লাগে

ঢাকা থেকে রাজশাহী এর দূরত্ব ২৪৭ কিলোমটার হওয়ায় এখানে বাসে আসতে সময় লাগে ৫ ঘন্টা ৪০ মিনিট এর মতো। 

ঢাকা থেকে নীলফামারী কত কিলোমিটার

ঢাকা থেকে নীলফামারী এর দূরত্ব ৩৫০ কিলোমিটার। বাস এ ঢাকা থেকে নীলফামারী যেতে সময় লাগে প্রায় ৮ ঘন্টা ৩০ মিনিট এর মতো। 

ঢাকা থেকে নওগাঁর দূরত্ব

ঢাকা থেকে নওগাঁ এর দূরত্ব ২৪০ কিলোমিটার এর মতো। বাস এ ঢাকা থেকে নওগাঁ যেতে সময় লাগে প্রায় ৬ ঘন্টা ৫ মিনিট এর মতো। 

উপরোক্ত পোস্টে আমরা চেষ্টা করেছি ঢাকা থেকে বিভিন্ন শহর এর ‍দূরত্ব এবং যাতায়াত সময় এর বিষয়টি আলোচনা করার। আশাকরি পোস্টটি পড়ে উপকৃত হবেন। 
Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad